• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কি জানি!!

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: বুধ, ০৪/০৩/২০০৯ - ১১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঠান্ডায় কুড় কুড়া হয়ে যাচ্ছি। এই মার্চ মাসে স্নু কার ই বা ভালো লাগে। স্নু ফল ভিডিওতে যেমন লাগে, ঠিক ততটা ভালো আমার বাস্তবে লাগে না। একটু বোরিং। এর চেয়ে বৃষ্টি অনেক আবেদনময় আমার কাছে। তার উপর কাজের চাপ। প্রফ খেপা আমার উপর। তাই টেকনিক্যালি আকাজ গুলো আমার উপর ই ধরায়ে দেয়। কিছু বলতে ও পারছি না। এমনি এক কাজের রেজাল্ট নিয়ে তার অফিস এ যাবার কথা সকালে। যেতে দেরী হলো।কৈফত তলব করতে ই বল্লাম, দেশের অবস্থা খারাপ। সারা রাত খবর দেখেছি। সে আন্তরিকতা নিয়ে ই জানতে চাইলো কি হয়েছে।বল্লাম । প্রথম কথা হলো: " তোমাদের দেশ এ কিছু দিন পর পর ই এই আর্মি নিয়ে সমস্যা কেন?" অনেক যৈক্তিক প্রশ্ন। আমাদের পাশের দেশ ভারত, এতো এতো সৈন্য। এর মাঝে শুধু ৫০০০০ এর উপর নেপালী কাজ করে তাদের তো কোনো সমস্যা হয় না। তারা সব এক থুর থুরা বুড়া প্রেসিডেন্ট এর কথায় উঠ বস করে। আমাদের হয়। কারন আমাদের গোড়ায় গলদ। বাংলাদেশ আর্মি হবার পর তাদের কোন অবিচারের বিচার করেনি কোন সরকার। তারা বুট ধাপায়ে হাটবে না তো কে হাটবে?

পৃথিবীর সব দেশে ই দূর্নীতি আছে, থাকবে। সব দেশের উপর তলার সেনারা ই কিছুটা সুবিধাবাদী। বা ইচ্ছে করলে ই সুবুধা নিতে পারে। বাকীদের বেলায় ঢরা খাইলে বিচার হয়, আমাদের এইখানে হয় না। ২৫ ফেব, মারা যাওয়া সব সৈনিকদের শহীদ বলা টা আমার ঠিক ভালো লাগছে না। তেমন ভালো লাগছে না এখনকার তদন্তের ধরন। মাঠ পর্যায়ে তদন্ত হচ্ছে ভালো কথা। কিনটু সর্ষের বিতরের ভুত না ধরে বাইরের অনুসরনকারীদের ধরে বেড়ানো ভালো, কিন্তু ভবিষ্যত ঠিক বলা যাচ্ছে না। আরেক দিকের তদন্ত হওয়া উচিত, সরকারী গোয়েন্দাদের উপর। টাদের কাছে যে ইনফরমেশন ছিল, কি ছিলো? কেন তারা বলে নি? কাকে কা কে তারা বলেছে? কোথা থেকে পেয়েছে? বা ওই আর্মি অফিসার যে বেচে বের হয়ে এসে বলছে, যে বাসা ঠেকে বের হবার সময় তার পরিবারকে বলে গেছে দরজা বন্ধ করে রাখতে। তাকে জিগ্গেস করা হোক। সে যদি অনুমান করে ও থাকে এটা সে অন্য কারো সাথে শেয়ার করেছে কি না?


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

নানা প্রশ্নের আঁকিবুকি ।হরেক ধাঁচের জটিলতা ।কল্পনার রঙ পেরিয়ে বাস্তবে নেমে আসুন ।দেখুন এই দেশ কতটা র্নিমল(!) কোথায় পাবেন সাধু সন্যাসি ? আপনি কিংবা আমি । কে সৎ ? আমরা কতজন আছি - বুকে হাত দিয়ে বলতে পারব জীবন দিব তবু অসৎ হবনা ?সব ক্ষেত্রেই জাতীয় দৈন্যের হতাশ্বাস ।একটি প্রতিষ্ঠানকে দায়ী করে কী লাভ বলুন ? প্রয়োজন একটি সামগ্রিক প্রয়াস ।

অতিথি লেখক এর ছবি

নানা প্রশ্নের আঁকিবুকি ।একটি প্রতিষ্ঠানকে দায়ী করে কী লাভ বলুন ? দরকার সামগ্রিক প্রয়াস ।

আগামী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।