বিশ্ব মানচিত্রের উপর হাত বুলিয়ে প্রায় ই চলে যাই এপাড় থেকে ওপাড়।তেমনি করে তর্জনির ছোঁয়ায় প্রজেক্টাইল গতিপথ ধরে ঐ প্রান্তের স্পর্শে বিদ্যুৎ খেলে যায়।এি চলা চলে হঠাৎ থেমে যায় গতি পথের সর্বোচ্চ বিন্দুতে,জুলন্ত তর্জনী।এখান থেকে ই দেখতে হয় বার বার।এপার ওপার। শুনতে হয় কিচির মিচির শব্দ, আধো আধো বোল।অস্তিত্ব কে নাড়া দিয়ে যায়।এ কি মৃত কোন আত্মা।আত=মার কি অনুভব আছে?চট করে ই মাথায় কিছু কথা গিজ গিজ করে।সে কি অনুভব করতে পারে পৃথিবীতে কি হচ্ছে এখন ।ঐ প্রান্তের কান্না কি সে শুনতে পায়?শুনতে পায় খিক খিক হাসির শব্দ।এই যে সুন্দর,কুৎশিত, ভালো মন্দ, নীতি আর নৈতিকতা,উচ্চাস আর বেদনা এি স্মৃতই কি বয়ে বেড়াবে না আত্মা!! তবে কেনো ছুটে চলা একটু একাকী ভালবাসার পিছনে।এর চেয়ে ভাল নয়কি মৃত্যুর পর বেচে থাকার চেস্টা করা।তা তো করা যায়, আরো কিছু দিন বেশি তো বেচে থাকা যায় অনায়াসে ই!!!
মন্তব্য
ওইটাই...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অনায়াসেই?
পারা যায়, যায় নাকি?
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন