স্টেম সেল রিসার্চ বন্ধ করে দিয়েছিল ওরা
ওতে ভ্রুণ হত্যা হয় – ওটা পাপ,
তব তা যদি শুধু ওদের ভ্রুণ হয়।
গর্ভপাতেরও চরম বিরোধী ওরা,
ওটি নাকি শিশু হত্যা – মহা পাপ,
শুধু যদি সেটা ওদের গর্ভে হয়।
কিন্তু সেই ভ্রুণ যদি ভিয়েতনামের হয়?
যদি ঐ গর্ভ ইরাকের বা আফগানিস্থানের হয়?
যদি প্যালেস্টাইনের হয়?
তবে তা থেকে হওয়া পরিপূর্ণ মানুষের
চৌদ্দগুষ্টির সমূল বিনাশেও কিছু যায় আসে না।
বর্ণবাদ নাকি উঠে গেছে,
উঠে গেছে সাদা কালোর বিভেদ।
সাদা কালো রঙিন আফগান ফিলিস্তিন ভ্রুণকে
কি আলাদা করে চেনা যায়?
কিন্তু একভাবে আলাদা করা যায়!
আমরা এবং তারা;
আমরা সব তারা কিছুই না,
আমরা আইনি তারা বেআইনি,
আমরা শক্তিশালী তারা দুর্বল,
আমরা সৈনিক তারা সন্ত্রাসী,
আমরা সব খাব তারা খাবে না,
আমরা বাঁচবো তারা বাঁচবে না,
আমরা থাকব তারা থাকবে না,
পাঠক? আপনি কোন দলে?
মন্তব্য
কবিতাটা ভাল হয়েছে ।
দুঃখ পেয়ে লাভ নাই ভাই । স্টেম সেল রিসার্চ আজ হোক কাল হোক অনুমতি ঠিকই পেয়ে যেত । পৃথিবীটাই এরকম ।
সারভাইভ করেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অপ্রিয় - আপনার আগের পোস্টে আপনার উদ্দেশে কয়েকটা প্রশ্ন করেছি। হয়তো দেখেননি ভেবে এখানে জানাচ্ছি - দয়া করে উত্তর দিলে খুশী হবো।
নতুন মন্তব্য করুন