প্রশ্ন: ওই অগ্নিকান্ডের সময় ওই ভবনে অগ্নিনিবার্পনের একটি প্রধান এপারেটাস, ফায়ারম্যান লিফটটি বন্ধ ছিল কেন?
উত্তর: ফায়ারম্যান লিফটটি খুব ভাল মানের ও নিরাপদ হওয়ায় ওটি ভবন প্রধানের ব্যক্তিগত রিজার্ভ হিসাবে ব্যবহৃত হতো, অগ্নিকান্ডের দিন তিনি আসেন নি তাই ওটা চলেনি (বিশ্বস্ত সুত্রে প্রাপ্ত খবর)।
কস কি মমিন? ছাড়া আর কি বলার আছে!
সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব (পুলিশ) ইকবাল হোসেন চৌধুরি বলেছেন (বিডিনিউজ): "৭৯ বার ফায়ার এ্যালার্ম বাজার পর বসুন্ধরার লোকজন বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। তাদের ভবনের পানি সরবরাহ লাইনও কার্যকর ছিল না।"
তার মানে ঐ পুরো ফ্লোরে আগুন ছড়ানোর পরই অভ্যন্তরীন অগ্নিনিবার্পক দল মুভমেন্ট শুরু করে।
ফায়ারম্যান লিফটটি বন্ধ থাকায় তারা সাধারন লিফট ব্যবহার করে (অগ্নিকান্ডের সময় যেগুলো ব্যবহার করা নিষেধ) যার ফলে জলন্ত ফ্লোরে লিফটের দরজা খোলামাত্র ব্লাষ্টে লিফটের আরোহী অভ্যন্তরীন অগ্নিনিবার্পন কর্মিরা আহত/নিহত হয় ও লিফট অচল হয়ে যায়। উল্লেখ্য সাধারণ লিফটের শুধু বাইরের দরজা কয়েক ঘন্টা আগুন প্রতিরোধ করতে পারে যাতে লিফট শ্যাফ্ট দিয়ে আগুন অন্য তলায় যেতে না পারে। ফায়ারম্যান লিফট সাধারণত অগ্নিকান্ডের সময়ও কয়েক ঘন্টা ধরে কাজ করতে পারে।
এই ভবনটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোত্কৃষ্ট সুইজারল্যান্ডের তৈরী শিন্ডলার লিফট লাগানো ছিল। মজার ব্যাপার হচ্ছে এটির চেয়েও বড় যে শপিং মলটি তৈরী হচ্ছে তাতে চিনের অখ্যাত এক কোম্পানীর লিফট লাগানো হয়েছে, বিপদকালীন সময়ে সেগুলো কি করবে কে জানে।
মন্তব্য
আমার মতে, চীনা লিফটের দোষ আর সুইস লিফটের গুনে চাইতেও এখানে যেটা বড় সেটা হল কর্তার মানসিকতা । অশিক্ষিত লোক বেশি টাকা হলে কি করে না করে কোন ঠিকঠিকানা থাকেনা । ফায়ারম্যান লিফট কী জিনিস, কী কাজে লাগে - এই তথ্যগুলো কর্তার জানা নেই অথবা জানা থাকলে তার মর্মার্থ অনুধাবনের ক্ষমতা নেই । থাকলে অন্তত এই 'কস্ কি মমিন' মার্কা খবরটা আমাদের শুনতে হত না ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বিষয়টি কিছুই নয় , আসলে মানসিকতার অভাব ।
যে গার্মেন্টসে নিয়মিত ফায়ার ড্রিল হয় , সেই গার্মেন্টসকে আবাল প্রজাতির গার্মেন্টস মনে করে আশেপাশের সব ফ্যাক্টরী ।
কী আর বলব ।
ড্রিল করা কোন গার্মেন্টসে কি এখনো আগুন ধরেছে ? যদি দেখা যায় যে ড্রিল করা গার্মেন্টসে আগুন ধরার পরেও মানুষ এবং সম্পদের ক্ষয়ক্ষতি তুলনামূলক ভাবে কম, তাহলে ড্রিলের উপকারীতা হাতেনাতে প্রমানিত হয়ে যাবে । সেক্ষেত্রে সবাল গার্মেন্টসরা তাদের মনোভাব বদলানোর কথা চিন্তা করে দেখতে পারে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ও আল্লাহ ... যেখানেই থাকি এই বোকাদের বোকামির হাত থেকে যেন বাঁচিয়া থাকি নিজেও যেন কোন বোকামি না করি....
আমিন.........
( জয়িতা )
একটা গল্প পড়েছিলাম ছোটবেলায় পিঃ পুঃ, ফিঃ শুঃ। সেই রকম অবস্থা ৭৯ বার পর খবর হয়েছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এই অগ্নিকাণ্ড নিয়ে আপনার আগের পোস্টে একটা মন্তব্য করেছিলাম। যাতে আমার ভুল ধারণার প্রকাশ ছিলো । পরে হিমুর মন্তব্য পড়ে ধারণা বদল হইছে। কিন্তু দৌড়ের উপর থাকায় সেখানে দুঃখপ্রকাশ করা হয়নি। তাই এখানে জানিয়ে গেলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠিক আছে, আমিও ওই পোস্টে আপনার মন্তব্যের জবাব দিয়েছিলাম, আলোচনার মাধ্যমে আমাদের সবারই ভুল ধারণাগুলোর অবসান হয়।
মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল
+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল
ওই যে চান্দের দেশ থেইক্যাও দেখা যাইবো একটা মার্কেট বানাইতাছে না, আমি তার দুই তালার উপরে যাইতাম না, কথা দিলাম।
নতুন মন্তব্য করুন