বাচালায়তনে অর্থাৎ চ্যাটরুমে নাম পরিবর্তনের সুবিধা উঠিয়ে দেয়া কি উচিৎ হবে? কেননা অনেকে এটার অযৌক্তিক সুবিধা নিতে পারে। "বাচালায়তনে নাম পরিবর্তনের সুবিধা উঠিয়ে দেয়া হোক" - এর পক্ষে হলে হ্যাঁ, বিপক্ষে হলে না ভোট দিন।
দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।