ইন্টারনেট আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? আপনাকে যদি বলা হয় দু সপ্তাহ ইন্টারনেট ব্যবহার অথবা দু সপ্তাহ সেক্স থেকে বঞ্চিত থাকতে হবে তাহলে কোনটা বেছে নিবেন?
এক্ষেত্রে সেক্সকে ইন্টারনেটের বিকল্প যে কোন কিছু ভাবতে পারেন। একইরকম জরিপ পশ্চিমা বিশ্বে চালানো হয়েছিল। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেক্সকে আপনার পছন্দের পরিপুরক একটা এক্টিভিটি ধরে নিন। যেমন, আড্ডা দেয়া, গান শোনা।