সচলায়তনের খোঁজ এর সদস্য, অতিথি ও পাঠকেরা কীভাবে পেলেন, তা জানতেই এই জরিপের অবতারণা। যেহেতু অনিবন্ধিত (অথবা নিবন্ধিত কিন্তু এখনও সক্রিয়কৃত নন) পাঠকেরা জরিপে অংশগ্রহণ করতে পারেন না, তাই মন্তব্যের ঘরে তাঁদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
ধন্যবাদ। সচল থাকুন, সচল রাখুন।