[justify]সর্বপ্রথম কোন খেলোয়াড় ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে চোখ ধাঁধানো খেলা দেখিয়েছিলেন জানা নেই। জানা আছে এটুকুই যে এ-কালে প্রায় প্রতি দলের সেরা খেলোয়াড়টি ১০ নম্বর জার্সি পরে খেলেন। পেলে, প্লাতিনি, ম্যারাডোনা, জিদান, রোনালদিনহো, প্রমুখ এই জার্সি গায়ে দিয়ে বিশ্ব মাতিয়েছেন ফুটবলের সর্বোচ্চ আসরে। শুধু ড্রিবলিং বা শুটিং নয়, অনুকরণীয় নেতৃত্ব দিয়ে এঁরা হয়েছেন নিজ দলের প্রতীক, রেখেছেন দলে ...