সচলায়তনে একটি বিশেষ পদ্ধতিতে দ্রুততর করার প্রচেষ্টা নেয়া হয়েছে। এতে করে পৃথিবীর যে কোনো দেশ থেকেই দ্রুত গতিতে সচলায়তন এক্সেস করা সহজ হবে। এর আগে আমেরিকা থেকে যত দূরে যাওয়া হতো তত গতি কমতে থাকতো।
আপনারা গতির পার্থক্য কি রকম দেখছেন? আগামী এক দুইদিনে ধীরে ধীরে গতি বাড়ার কথা। নির্দ্ধিধায় আমাদের জানান আপনার সচলায়তন ব্রাউজিংয়ে গতি পার্থক্য।