কোনরকম রাখঢাক না করে বলা যায় আমার দাদারা কট্টর মুসলিম লীগার। তারা 71এ শান্তিবাহিনীর সদস্য ছিলো। তাদের মধ্যে রাজনীতিতে সক্রিয় মানুষটা পরে আহলে হাদিস আন্দোলনের সদস্য । এবং আশ্চর্য এই প্রায় 28বছরতারা তাদের অবস্থান অক্ষুন্ন রেখেছে। তাদের বিশ্বাস জাহানারা ইমামের চরিত্রের গোলমাল আছে। এবং মুজিব স্বায়ত্বশাসন চায় নি পাকিস্তানের ধ্বংস চেয়েছিলো।
তাদের সবচেয়ে ছোট জনের সাথে আমার একদিন সারাদিন তর্ক হয়েছে। অবশেষে তিনি স্বীকার করলেন কিছুটা ভুল আল বদর আল শামসেরা করেছিলো।এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া লজ্জা ।