Archive - জ্যান 6, 2006

বাঙালের ব্রিটিশ বুদ্ধি-১

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: শুক্র, ০৬/০১/২০০৬ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ব্রিটিশ বুদ্ধি শব্দটি হয়তো অনেকের চেনা। ঋণাত্মক অর্থেই তা ব্যবহৃত হয়। বিলেত আসার আগে ভাবতাম ব্রিটিশদের প্রতি ঘৃণা থেকেই হয়তো তাদের ওপর আমাদের এই দোষ চাপানোর প্রচেষ্টা। বিলেত এসে বুঝলাম যা রটে তা অনেকটাই বটে। বাঙালের ব্রিটিশ বুদ্ধি নামের এই জার্নালে ধারাবাহিকভাবে আমি সেসব বুদ্ধি-শুদ্ধির প্রমাণ সরবরাহ করবো। আপাতত: আশা তাই। পাঠকরা মনে করিয়ে দিলে আরো বেশি স্মরণে থাকবে।

ব্রিটিশ বুদ্ধি শব্দটির সাথে আমার প্রথম পরিচয় ফুটবল মাঠে। পঞ্চম শ্রেণীর ছাত্