প্রতারণারও রকমভেদ আছে। বড় প্রতারণার জন্য আছে বড় শাস্তি। ছোট প্রতারণার জন্য ছোট শাস্তি। অবশ্য প্রতারণা বা চারশ বিশ-গিরিকে খুব একটা বিশেষ অপরাধ ধরা হয় না। দোষে-গুণে মানুষ এই নীতিকে এসবকে ছোট-খাটো ত্রুটি বিচু্যতি হিসেবেই দেখা হয়।
কিন্তু কারো কারো প্রতারণা বড় বেশি চোখে বাজে। বড় হয়ে চোখে লাগে। যখন নেতারা প্রতারণা করেন। যখন দেশের কর্ণধাররা প্রতারণা করেন। যখন শিক্ষকেরা প্রতারণা করেন। যখন নৈতিকতা ও ধর্মের লেবাসে কেউ প্রতারণা করেন। এ ধরনের পদ ও পদব
প্রতারণারও রকমভেদ আছে। বড় প্রতারণার জন্য আছে বড় শাস্তি। ছোট প্রতারণার জন্য ছোট শাস্তি। অবশ্য প্রতারণা বা চারশ বিশ-গিরিকে খুব একটা বিশেষ অপরাধ ধরা হয় না। দোষে-গুণে মানুষ এই নীতিকে এসবকে ছোট-খাটো ত্রুটি বিচু্যতি হিসেবেই দেখা হয়।
কিন্তু কারো কারো প্রতারণা বড় বেশি চোখে বাজে। বড় হয়ে চোখে লাগে। যখন নেতারা প্রতারণা করেন। যখন দেশের কর্ণধাররা প্রতারণা করেন। যখন শিক্ষকেরা প্রতারণা করেন। যখন নৈতিকতা ও ধর্মের লেবাসে কেউ প্রতারণা করেন। এ ধরনের পদ ও পদব
দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ,
তুমি ভাঙলে কেন? পড়লে কেন? দাঁড়িয়ে থাকা মানুষ?
তুমি দাঁড়িয়ে থাকা মানুষ?
ইয়াসমিনের সঙ্গে তুমি দিনাজপুরের বাসে
তুমি ও বাড়ি যাচ্ছিলে তো ইয়াসমিনের পাশে ।
কুত্তারা সব ঝাঁপিয়ে পড়ে--কাপড় ধরে টান ।
খুবলে খেয়েছিলো মেয়ের গোলাপ এবং প্রাণ ।
তখন তুমি করতে কিছুই পারলেনা তো মানুষ!
তাই কি তুমি ভাঙলে মানুষ?
তাই কি তুমি পড়লে মানুষ,দঁড়িয়ে থাকা মানুষ?
তুমি দাঁড়িয়ে থাকা মানুষ ।
তুমি ভাঙলে কেন, পড়লে