আসলেই বোধহয় কোনো কিছু একেবারে মুছে যায়না ।
নতুন ব্লগার 'পথের পাঁচালী'র পোষ্টে 'আন্না আখমাতোভা'র ছবি দেখে এই কথাটা আবার মনে পড়লো । মনে পড়লো এই রাশান মহিলা কবি'র নাম শুনেছিলাম আমার কৈশোরে । বেশ কসরত করে তার কটা কবিতা সংগ্রহ ও করেছিলাম । মুল রাশান থেকে ইংরেজীতে অনুবাদ ছিলো । এখনো ইংরেজীটা কষ্ট সৃষ্টে বোঝার চেষ্টা করি । লিটারেল ইংলিশের অবস্থা আরো খারাপ ।
সেই কৈশোরে আসলে কতটুকু বোঝেছিলাম ? মনে নেই আর! তবে মনে আছে ঐ কিছু বোঝা আর অনেকটুকু না বোঝাই