আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি ছিলো বোর্নমাউথ আর পুল শহরের মাঝামাঝি। ব্র্যাংকসাম নামে স্টেশনের ঠিক উলটাদিকে। রোববার দিন সকালে উঠে আমরা রওয়ানা দিলাম পুলের দিকে। সন্ধ্যায় যেহেতু কবিবর শুয়েবের বোর্নমাউথ তান্দুরীতে আবার দাওয়াত তাই ঠিক করলাম পুল থেকে সন্ধ্যায় বোর্নমাউথ যাবো। চমৎকার সুন্দর সব বাস চলে এই দুই শহরের মাঝে। ছুটির দিনগুলোতে গ্রুপট্রাভেলে বিশেষ কনসেশন। 5 জনের ডে টিকেট 5 পাউন্ড। যেখানে একজনের টিকেটই সাড়ে তিন পাউন্ড।
পুল ঠিক সমুদ্র সৈকত নয়
মে মাসের শেষ সোমবার ব্যাংক হলিডে। সাপ্তাহিক ছুটি গিয়ে দাঁড়ায় তিনদিনে। সুতরাং সবাই ছুটে নানা দিকে। আমরা এবার ঠিক করলাম সমুদ্র দর্শনেই যাবো। লন্ডনের কাছাকাছি সৈকত ব্রাইটনে অনেকবার যাওয়া হয়েছে। তাই ঠিক করলাম এবার যাবো বোর্নমাউথ। দলে সদস্য সংখ্যা দাঁড়ালো 6-এ। হলিডে'র সময় হোটেল পাওয়া যায় না। দামও বাড়িয়ে দেয় তারা এসময়। জনপ্রতি প্রতিরাতে 30 পাউন্ডের নীচে কিছু পাওয়া যাচ্ছে না। থাকা-খাওয়া মিলে বহুটাকার মামলা। একরাত থাকলে খরচ কম হবে।
কিন্তু রনি বলে
মে মাসের শেষ সোমবার ব্যাংক হলিডে। সাপ্তাহিক ছুটি গিয়ে দাঁড়ায় তিনদিনে। সুতরাং সবাই ছুটে নানা দিকে। আমরা এবার ঠিক করলাম সমুদ্র দর্শনেই যাবো। লন্ডনের কাছাকাছি সৈকত ব্রাইটনে অনেকবার যাওয়া হয়েছে। তাই ঠিক করলাম এবার যাবো বোর্নমাউথ। দলে সদস্য সংখ্যা দাঁড়ালো 6-এ। হলিডে'র সময় হোটেল পাওয়া যায় না। দামও বাড়িয়ে দেয় তারা এসময়। জনপ্রতি প্রতিরাতে 30 পাউন্ডের নীচে কিছু পাওয়া যাচ্ছে না। থাকা-খাওয়া মিলে বহুটাকার মামলা। একরাত থাকলে খরচ কম হবে।
কিন্তু রনি বলে