মিলেনিয়াম উপলক্ষে লন্ডন দুটি বড় প্রজেক্ট নিয়েছিল। একটি চরম ফ্লপ হয়েছে; মিলেনিয়াম ডোম। অপরটি সুপার-ডুপার হিট। মিলেনিয়াম হুইল নামেই যাত্রা শুরু করেছিলো সেটি। এখন জনপ্রিয় লন্ডন আই নামে। চোখের চেয়ে সাইকেলের চাকার সাথেই তুলনা করা যায় বেশি একে। রীতিমত স্পোকযুক্ত চাকা। তবে চাকার প্রান্তে 32টি ক্যাপসুল (স্বচ্ছ ডিম বলাটাই ভালো) লাগানো আছে। মোটমাট 30 জন লোক এঁটে যাবে এমন বড় ডিমগুলো। সুতরাং ডিমের ভেতর বসে বা দাঁড়িয়ে আকাশ থেকে লন্ডন শহর দেখা যায়।
গতিট
মিলেনিয়াম উপলক্ষে লন্ডন দুটি বড় প্রজেক্ট নিয়েছিল। একটি চরম ফ্লপ হয়েছে; মিলেনিয়াম ডোম। অপরটি সুপার-ডুপার হিট। মিলেনিয়াম হুইল নামেই যাত্রা শুরু করেছিলো সেটি। এখন জনপ্রিয় লন্ডন আই নামে। চোখের চেয়ে সাইকেলের চাকার সাথেই তুলনা করা যায় বেশি একে। রীতিমত স্পোকযুক্ত চাকা। তবে চাকার প্রান্তে 32টি ক্যাপসুল (স্বচ্ছ ডিম বলাটাই ভালো) লাগানো আছে। মোটমাট 30 জন লোক এঁটে যাবে এমন বড় ডিমগুলো। সুতরাং ডিমের ভেতর বসে বা দাঁড়িয়ে আকাশ থেকে লন্ডন শহর দেখা যায়।
গতিট
আপনাকে আমি চিনতাম না কখনো
হঠাৎ একদিন দেখা হলো
পরিচয় হলো
অনেক অনেক কথা হলো।
কথার পিঠের কথকথায়
তুমি আমাকে চিনলে
কাছে নিলে
আপন ভেবে ভালোবাসলে।
ভালোবেসে দেখলে - আমি একটা অপদার্থ।
তারপর তুই আমাকে
চড় দিলি
গলা ধাক্কা দিলি
লাথ্থি দিলি
থুতু দিলি,
জানি না - তুই কী পেলি
কিন্তু - আমার সব কেড়ে নিলি!
হুট করে সেদিন চলে গেলাম লন্ডন । গত সোমবার । এক বন্ধু এসেছে দেশ থেকে । সাথে কিছু টুকটাক কাজ ।
আমাদের ছোটো হোয়াইট হেভেন থেকে লন্ডন বেশদূর । সকাল 11.45 উঠলাম লোকাল ট্রেন নর্দান রেলওয়েতে । নর্দান রেলওয়ের অবস্থা বাংলাদেশ রেলের থেকে খুব একটা সুবিধার না । ছোটো ট্রেন । আসতে ও লেট, ছাড়তে ও লেট, পৌঁছাতে ও লেট । তবে আইরিশ সাগরের পাড় ঘেঁষে একঘন্টার জার্নি বাই ট্রেন জোস!
পৌঁছালাম কালর্াইল 12.45 এ । ইংল্যান্ডের বর্ডার সিটি । স্টেশনের বাইরেই বিখ্যাত টু ক