মানুষই ঠিক করে দেয় সংজ্ঞা, তার নিজের ও প্রতিপাশ্বর্ের। মানুষই নির্ধারণ করে কাকে সে বলবে সূর্য আর কাকে গ্রহ। সময়ের সাথে এগিয়ে যাচ্ছে মানুষ, বদলাচ্ছে তার জ্ঞান ও তথ্যের ভান্ডার আর তার আলোকে সে বদলে ফেলছে পুরনো সংজ্ঞা, পুরনো ধারণা, পুরনো বিশ্ব। সেসব অদল-বদলে পালেট যায় অনেককিছুই। নতুন করে লিখতে হয় টেকস্টবই, বাতিল হয়ে যায় আগেকার যুগান্তকারী জ্ঞানগ্রন্থগুলো আর লুকিয়ে ফেলতে হয় অনেক ধর্মগ্রন্থের বাক্য নতুন ব্যাখ্যার আড়ালে।
তেমনি একটা ঘটনা ঘটে গেল
মানুষই ঠিক করে দেয় সংজ্ঞা, তার নিজের ও প্রতিপাশ্বর্ের। মানুষই নির্ধারণ করে কাকে সে বলবে সূর্য আর কাকে গ্রহ। সময়ের সাথে এগিয়ে যাচ্ছে মানুষ, বদলাচ্ছে তার জ্ঞান ও তথ্যের ভান্ডার আর তার আলোকে সে বদলে ফেলছে পুরনো সংজ্ঞা, পুরনো ধারণা, পুরনো বিশ্ব। সেসব অদল-বদলে পালেট যায় অনেককিছুই। নতুন করে লিখতে হয় টেকস্টবই, বাতিল হয়ে যায় আগেকার যুগান্তকারী জ্ঞানগ্রন্থগুলো আর লুকিয়ে ফেলতে হয় অনেক ধর্মগ্রন্থের বাক্য নতুন ব্যাখ্যার আড়ালে।
তেমনি একটা ঘটনা ঘটে গেল