বিডিনিউজ এ দেখলাম ।
চ্যানেল আই'র নিউজে ও দেখলাম সম্ভাব্য উপদেষ্টা তালিকায় জানোয়ারউল্লাহ চৌধুরী ও আছে ।
আজিব!
কেউ সঠিক তথ্য পেয়েছেন নাকি?
এক.
রাজা বলেছেন,'আমাকে দন্ড দাও'।
বৃদ্ধ রাজা জুবুথুবু হয়ে শুয়ে থাকেন।অশতিপর রাজার কথা পরিস্কার বুঝা যায় না।মুখের কাছে কান লাগিয়ে শুনতে হয় ,তা ও সবার পক্ষে এ কথার অর্থ বের করা কঠিন।
রাজার খুব প্রিয় শিষ্য মোখলেস শুধু এ কথা গুলোর অর্থ ধরতে পারেন তাই মোখলেসকে রাজার আশেপাশে চবি্বশ ঘন্টা থাকতে হয়। মোখলেসের কোন পদ পদবি নেই,রাজ অন্তপুরে থাকার কোন অধিকার তার নেই,তবু বউ বাচ্চা ফেলে তাকে রাজার শিয়রে বসে থাকতে হয় রোজ দিন।আপাতত: কাজ
আগুনে জল দেবার কেউ নেই,
নক্ষত্র রাতে তাই শুধু
আগুন জ্বলে যায়...
জ্বলে যায় আগুন
আলবাব পুড়ে...
চন্দ্রাবতী আমার, একবার
আমায় গঙ্গাস্নানে নিয়ে যাও।
ছবি: জাবেদ আহমদ