Archive - জ্যান 15, 2007

অরাজনৈতিক কথোপকথন-১ [/গাঢ়]

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: সোম, ১৫/০১/২০০৭ - ৭:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঃ তত্বাবধায়ক সরকারের বাকি উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন না কেন আজ পর্যন্ত ?
ঃ ধৈর্য ধরুন,সবে কোরবানির ঈদ শেষ হয়েছে। দেশে গবাদি পশুর আপাতত সংকট আছে।

ঃ জরুরি অবস্থা নিয়ে দুই দলের কোন পরিষ্কার বক্তব্য এখনও মিলছে না কেন? ?
ঃ বিদেশীদের স্কৃপ্ট,স্বভাবতই ইংরেজিতে লেখা।বানান করে পড়তে সময় লাগছে।(আমাদের নেতাদের তো আবার লেখাপড়া একটু কম।)

ঃ খাম্বা মামুনকে ধরেও মিলিটারিরা ছেড়ে দিল কেন?
ঃজাস্ট পদ্ধতিটা জেনে নিল। নিজেরা শুরু করবে অচিরেই।

ঃ দেশে না কি মৌলিক অধিকার স্থগিত ?
ঃমন্দ কী! এখন তবু স্থগিত আছে,আগে তো ছিলই না।

ঃ এ সরকার কতোদিন থাকবে?কবে নির্বাচন হবে?
ঃএকটু সময় লাগব