Archive - মার্চ 11, 2007

যুক্তরাষ্ট্রের হাইওয়ে পুলিশ ও তারেক রহমান:একটি গল্প,একটি আশংকা

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ১১/০৩/২০০৭ - ৬:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


প্রথমে গল্পটি বলে নেই :
সাঁই সাঁই করে আটলান্টার হাইওয়ে ধরে ছুটে চলছে একটি গাড়ি। গাড়ি চালাচ্ছেন এক হাল ফ্যাশনের তরুন। গাড়ির স্পিড মিটারের কাটা 110-130-140-180 পেরিয়ে 200 মাইলের ঘর ছুঁই ছুঁই করছে।
টহল পুলিশের টনক নড়ল গাড়িটির এই বেদম ছুটে চলা দেখে। এই রাস্তায় সবের্াচ্চ স্পিড লিমিট 130 মাইল,অথচ গাড়িটি চলছে 200 মাইল গতিতে!! নির্ঘাত চালক বেটা মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে। যে কোন মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে।

ব্যস,টহল পুলিশ সাইরেন ব