(উৎসর্গ: সহ ব্লগার 'অন্ধকার'।)
এক.
আমি খুব খেয়াল করে দেখি,পাপলু মোবাইলটা কানে লাগিয়ে খুম মনোযোগ দিয়ে কিছু একটা শুনছে। মাঝে মাঝে 'হ্যালো' 'হ্যালো' বলছে।মনে হয় ওপাশের কথা পরিষ্কার শোনা যাচ্ছে না।
আমি জিজ্ঞেস করি,'দোস্ত,কার সাথে কথা কস?' পাপলু হেসে বলে একটা মেয়ের সাথে।'আচ্ছা!!!!তা মেয়েটা কী বলছে ?' পাপলু হেসে বলে,' মেয়েটা শুধু এক কথাই ঘ্যান ঘ্যান করে বলে যাচ্ছে। শুধু বলে,'মোবাইল ক্যান নট বি রিচ এট দ্যা মোমেন্ট। প্লিজ ট্রাই