মাঝরাতে এঘর ওঘর করি।সারাটা ফ্ল্যাট জুড়ে নি:সঙ্গতা।সিডিতে বাংলা গান,ব্লগে টুকটাক কথা,না পড়া কতোগুলো জরুরি বই...কিছুই টানেনা আমায়।
ঝুল বারান্দায় দাড়িয়ে একের পর এক সিগারেট ..মিশিয়ে দেই অন্ধকারে।
এই রাতে কেন যেন স্বপনের কথা মনে পড়ে।ব্লুবার্ড স্কুলে ক্লাস টু তে আমার পরানের বন্ধুজন।ভাগ করে টিফিন খাওয়া.স্কেল আর পেন্সিলটা ভালোবেসে দিয়ে এসে হারিয়ে গেছে বলে বাসায় বকা খাওয়া...আহা কতো না সোনালি দিন। স্বপনের বাবার ছিল বদলির চাকরি...একদিন স্বপন আর আসে না স্কুলে...সেই প্রথম আমার হারিয়ে ফেলা আপনজন।স্বপন আজ কোথায় আছিস..জীবন তোকে তার কোন হাতে স্পর্শ করেছে রে..জানতে খুব ইচ্ছে হয়।মাঝখানে বছরের পর বছর...যুগের পরে যুগ...আমাকে তোর মনে পড়ে স্বপন? হয়তো এক