Archive - মে 24, 2007

টিপস রেসিপি :গরম চায়ে মেরি বিস্কুট খাওয়ার পদ্ধতি

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২৪/০৫/২০০৭ - ১১:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ব্লগে রেসিপি দেয়ার ধুম পড়েছে।আমিও সাধ্যমতো তাল মিলিয়ে যাচ্ছি।
আমার সাধ্যমতো একটা রেসিপি দিলাম।

মেরি বিস্কুট আর গ্লুকোজ বিস্কুট খাওয়া বেশ ঝঞ্জালের ব্যাপার।চায়ে চুবিয়ে খাওয়া তো আরো জটিল।প্রায়ই অর্ধেক বিস্কুট কাপে রয়ে যায়।তারপর মাঝে মাঝে তলানিতে পড়ে থাকে,মাঝে মাঝে ভাসতে থাকে।ভাসতে থাকলে মুশকিল বেশি।চা খাওয়া যায় না সহজে।

তাই এবার আপনাদেরকে শিখাবো কিভাবে চায়ে চুবিয়ে অক্ষত মেরি বিস্কুট খাবেন।

যা লাগবে:

গরম চা- ১ কাপ (চিনি সহ চা।চিনি ছাড়া চায়ে চলবে না)
মেরি বিস্কুট -প্রয়োজন মতো।

প্রণালী:
প্রথমে বিস্কুটের প‌্যাকেটের খোসা ছাড়িয়ে ছোট প্লেট অথবা পিরিচে রাখুন।

গরম চায়ের কাপটি কাছে নিয়ে আসুন।
(পেট সমান টেব


:: নাতাশার নানীর গাড়ীতে ::

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: বিষ্যুদ, ২৪/০৫/২০০৭ - ২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহা আলবাব তুমি আর কত বেচাইন হবে!
নাতাশার নানীর গাড়ীতে বসে বসে তুমি
এইসব উকিল মুহরির দৌড় দেখেই আগামী
দিন কাটানোর জন্য প্রস্তুতি নাও...

আহমেদ নূর বেটা চাঁদাবাজ বটে!
তার আছে আরও অনেক জারিজুরি
তুমি তার কত পাশ টানবে?
তোমার আর কতটুকুনই আছে ক্ষেমতা?

নাতাশার নানী এই গাড়ী কিনেছিল বলে,
তার গাড়ির রেজিস্ট্রেশন দরকার বলেই
আজ এই কাচারির উঠানে তুমি আরামে
বসে আছ আর গেজাতে গেজাতে গিলছ
আমের আচার, গোপালের পান।

বিকেলের নীল প্রিজনভ্যানে দাগী অপরাধীর ভিড়ে
ভাঙ্গা পা টানতে টানতে মৌলির বাবা যখন মিশে
যান, তার আগে পত্রিকায় মোড়ানো মিহিদানা মিস্টি
হাতে পেয়ে লোকটার চোখ কেমন জ্বলজ্বল করে উঠে...

আহা আলবাব তুমি আর কত বেচাইন