ক্যারোলিনা খুব উদ্বেলিত হয়েছিলো ।
বছর ২২ এর তরুনী ক্যারোলিনা । লিথুনিয়ার ছোট্ট গ্রামে তার জন্ম ও বেড়ে উঠা । এই গ্রামের গন্ডী পেরিয়ে খুব দূরে কোথাও যায়নি সে আগে ।
কিন্তু এই প্রথম, সেপ্টেম্বর ২০০৫ এ সৌভাগ্য তাকে হাতছানি দিয়ে ডাকলো । ক্যারোলিনার সুযোগ এলো লন্ডন যাওয়ার, যেখানে তার জন্য ভালো বেতনের চাকুরী অপেক্ষা করছে ।