Archive - আগ 4, 2007

উত্তরাধুনিক

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ০৪/০৮/২০০৭ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিকষ আবহে একাকি জাগলিং
শিং বাগিয়ে সুস্বাদু গোমাতা
ছাতামাথা স্মৃতিশাস্ত্রে কুমতি
যেমতি যুবতি যৌবন
রুবিসকিউব মজমায় টং
ভং ধরা ডুব সাঁতারে মৌতাতি শমন
আর এক চিমটি চমন বাহারে অরগাজম
রহম দিলে চিলের সাথে উচ্ছিষ্ট ভাগাভাগি