দাঁড়িয়ে আছি ধ্বংসের প্রান্তে
কেউ কি আছো
তুলে আনবে এ আঁধার হতে
দেখাবে আলোর মুখ?
সর্বনাশের সীমানায় দাঁড়িয়ে
আলোহীন
পথহীন
গন্তব্যহীন।
কেউ কি আছো?
কালের স্রোতে গা ভাসিয়ে
আজ আমি কোথায়?
জঞ্জাল, পুঁতিগন্ধময় ময়লার স্তুপ চারপাশে।
আলোহীন অন্ধকারে দেখতে পাচ্ছি না।
কেউ কি পথ দেখাবে?
আমি আবার শুদ্ধ হতে চাই,
শু...