আরে রাখ ব্যাটা, বললেই হবে- আমি বললামতো যদি প্রচন্দ নেপালের সরকার গঠন করতে পারে আমি হাতের কব্জি কাটে ফেলবো। আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি সোহেল ভাইয়ের দিকে। কুদ্দুসও অবাক হয়ে তাকায় সোহেল ভাইয়ের দিকে। আমরা অবশ্য জানি এই কথার প...