Archive - 2008

আয় তোদের মুণ্ডুগুলো দেখি ফুটোস্কোপ দিয়ে - ১

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০১/০১/২০০৮ - ১২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০০৭ টা ফশ্ করে চলে যাচ্ছে মানে আমার এইখানে এখনও ১৪ ঘন্টা বাকী। পিছন দিকে তাকানোর মতো সময়ও দিচ্ছে না।
কী আর করা?
গত ৬মাসে মূলতঃ আদাবরের আজাদের গুতোগুতির চোটে পুরানো বদ্ অভ্যাসটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে,ভুলেই গেছিলাম ১সময় ক্যা...