অথবা কোনো অসমাপ্ত নিশুতি রাতে, জানালার শিক বেয়ে স্মৃতি হয়ে উঠে এসে, উঁকি দাও যদি বেখেয়াল সন্তর্পণে- হয়ত দেখবে তুমি বিষাদের চাদরে ঢাকা নিশ্চুপ দেহের ভাঁজে বিস্মৃতির ধূসর আবরণ।
ছুঁয়ো না গো মেয়ে আমায় নিরন্তর এ বিষে তুমি নীল হয়ে যাবে।