Archive - জুন 10, 2009

কবিতা : অভিমান

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: বুধ, ১০/০৬/২০০৯ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অথবা কোনো অসমাপ্ত নিশুতি রাতে,
জানালার শিক বেয়ে স্মৃতি হয়ে উঠে এসে,
উঁকি দাও যদি বেখেয়াল সন্তর্পণে-
হয়ত দেখবে তুমি বিষাদের চাদরে ঢাকা
নিশ্চুপ দেহের ভাঁজে বিস্মৃতির ধূসর আবরণ।

ছুঁয়ো না গো মেয়ে আমায়
নিরন্তর এ বিষে তুমি নীল হয়ে যাবে।