(অ্যাম্বিগ্রামের সাথে আমার পরিচয় অনেকের মতই ড্যান ব্রাউনের হাত ধরে। দ্য ডা ভিঞ্চি কোড এর বহুল জনপ্রিয়তার পর সবার হাতে হাতে তার বই চারটা ঘুরেছে। আমিও এক বড়ভাই এর কাছ থেকে নিয়ে পড়ে ফেলি। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স পড়ার সময় খুবই আশ্চর্য হই বইটিতে পাওয়া অ্যাম্বিগ্রামগুলো দেখে। মুগ্ধতারও কমতি হয় না। অনেকেই জানেন হয়তো এটি সম্পর্কে, তবুও যারা জানেন না তাদেরকে এই শিল্পের সাথে পরিচিত ...