আজ এখানে বৃষ্টি হলো খুব,
ঠিক যেনো বাংলাদেশের শ্রাবণ
পথ ভুলে ভুল ঠিকানায়।
তোমারও কি মনে হল আমার কথা?
সেই কোন কালে
কত যুগ আগে, এমনই বরোষায়
শুনিয়েছিলে 'আকাশ যেনো আলকাতরা
সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে নামবে বৃষ্টি';
আর আমি, তোমাকে শোনাবো বলে
পড়েছিলাম মেঘদূত, খানিকটা রবীন্দ্রনাথ।
আজও বৃষ্টি হয়,
আকাশ, আলকাতরার চেয়েও আরও
ঘন কালো মেঘে করে অভিসার,
কেবল তুমিই গোনো বরফের কাপাস;
নিরাপদ ওমে, তো...
আমিও একটা দিলাম...মুহাহাহা
প্রথম পাতা থেকে ছবি সরানোর জন্য হাবিজাবি লিখতেসি...
আমি অবশ্য মুভিটা দেখি নাই
নামসে নাকি ছবিটা? নামসে
দেলোয়ারের ছবি সূত্রঃ ডেইলি স্টার
...