সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।
ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। কিন্তু তাঁদের পরিশ্রমটুকুর স্বীকৃতি হিসেবে দর্শকের প্রতি ...
যমুনা টেলিভিশনের পাঁচ শতাধীক কর্মী প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখে যমুনা টিভি প্রচারে প্রধানমন্ত্রীর মানবীয় বিবেচনা কামনা করেছেন।