লুল স্বভাব নারী-পুরুষ উভয়ের মাঝেই বিদ্যমান। কাজেই মেয়েদের হেয় করবার জন্যে এটা লেখা হয়নি। কেউ চাইলে বিশেষ বিশেষ শব্দ বদলে পড়তে পারেন, তাতেও মূল ভাব একরকম ই থাকার কথা।
ঐ মেয়েটির সাথেই নাকি
হচ্ছে তোমার বিয়ে,
বলছে তাকে পাড়ার লোকে
ভীষণ রকম ইয়ে।
সবার সাথেই খাতির-পিরিত
নেই দ্বিধা লেশ-মাত্র,
ভাবখানা তার এমন যেন
সবাই তাহার পাত্র।
এত মেয়ে থাকতে ভায়া
এনার ফাঁদেই পড়লে?
জীবন ...