শারমিন,
তোমার চোখের তিক্ততাগুলো
একবার ভালোবাসায় বদলে দেবে?
আমি আধুনিক কালের এক রোমান্টিক যুবক
তবুও তো ঘর ছেড়েছি,
তবুও তো ঝাঁপ দিয়েছি জীবন যমুনায়।
শারমিন, তোমার চোখের ভাষা বুঝতে
তাজিনডং থেকে বঙ্গোপসাগরের অতলে
লক্ষ-কোটি নির্জনতাকে পাশ কাটিয়ে
খুঁজে গেছি অন্ধকার প্রহরেও;
---খুঁজে পাইনি---
তোমার কপালে ফুঁটে ওঠা
বিরক্তির সুস্পষ্ট ভাঁজগুলো
একবার অদৃশ্য করে তাকাবে?
শারমিন,
প্রখ ...
আরও কিছু দূর যেতে হবে
আরও কিছু পথ
তারপর থেমে যাওয়া।
তবে দু'দণ্ড এখনি
থামা যেতে পারে
কয়েক ঢোঁক জল
দু'চার মুঠ মুড়ি-বাতাসা
গার্হস্থ্য অর্থনীতি
হেঁসেলের খবর।
তারপর শরীর যখন
এলিয়ে আসতে চাইবে
তক্ষুণি দে ছুট্ ।
থেমে গেলেই থেমে
যাবে সব
তারপর চাইলেও
পথ দেবে না পথ।
অসংখ্য সমস্যার সম্মিলিত নাম বাংলাদেশ। উন্নয়নশীল দেশ হিসাবে উল্লেখ করা হলেও কতটুকুইবা উন্নয়নশীল?
যে দেশ ঘুস দুর্নীতিতে প্রতি বছর বিশ্বে অর্জন করে সর্বোচ্চ স্থান। যে দেশে ভাসমান মানুষের সংখ্যা মোট জনসংখ্যার বিশ শতাংশ, এবং ক্রমাগত বেড়েই চলেছে এই ভাসমান মানুষের সংখ্যা। যে দেশে পানি সমস্যার কারনে প্রতি বছর জান মালের হচ্ছে ব্যাপক ক্ষয় ক্ষতি, এবং খোঁজে পাওয়া যাচ্ছে না এর কো ...
ঠিক কতদিন ধরে তুমি আমার রিকশার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাও বলতে পারবনা। আসলে খেয়াল করিনি, হঠাৎ একদিন আবিষ্কার করলাম তোমাকে, আমার পড়ার টেবিল থেকে সরাসরি একটা বাড়ীর আঙ্গিনায়| মিলিয়ে নিলাম , হমমম এই ত সেই ছেলেটা। এভাবে চলতে লাগলো।।এর মাঝে জানতে পারলাম তুমি কনক, আমার সমবয়সী মানে একই ক্লাস এ পড়।সেই বয়সে যা হয়, ভালোই লাগে, অন্য আর দশ জনের মতই ভেবেছিলাম তোমাকে। কিন্তু তুমি ছিলে অন্যরকম , প ...
স্বপ্ন ছিল বুকের ভিতর
স্বপ্ন ছিল একা
চোখের জলে স্বপ্ন ছিল
হয় নি তারে লেখা।
স্বপ্ন ছিল ঘরের কোণে
ঘুরত পথে পথে
স্বপ্ন ছিল নীল আকাশের
সাদা মেঘের রথে।
স্বপ্ন ছিল সহজ-সরল
স্বপ্ন ছিল ভালো
যেমন ভালো রাতের আঁধার
এবং দিনের আলো।
স্বপ্ন ছিল চেনা আলোয়
অচেনা এক ছায়া
স্বপ্ন ছিল হাতের মুঠোয়
স্বপ্ন ছিল মায়া।
স্বপ্ন ছিল রাতের তারা
চাঁদের সাথে জাগে
স্বপ্ন ছিল স্বপ্ন মাখা
গোপন অনুরাগে।
...
এমন যদি করবিরে তুই
প্রখর এর কবিতা______
এমন যদি করবিরে তুই
কেন আমার মনটারে ছুঁই
দ্বীপ জ্বালায়ে আধাঁর সাঁঝে
হারিয়ে গেলি অতল মাঝে
দেখবি বলে অমরাবতী
আকাশ খুলে মেঘের ছাতি
স্বপন খুলে ঘুমের দেশে
আমায় পাবি রাজার বেশে
এমন হাজার গল্প মেলে
রুপোলি চাষ নৌকো জেলে
শুন্য ছিলো উঠোন কায়া
ছড়িয়ে ছিলি মনের মায়া
আমিও কেমন বেখেয়ালে
ঘুম দুপুরে মায়ার কোলে
নিঃস্ব সেজে সকলে দিয়ে
একলা জীবন য ...
লিন্ডা আমেরিকান স্টাইলে স্কার্ট পড়া। উচ্চতা মাঝারি। গায়ের বর্ণ দেখে তার জাতীয়তা বলা কঠিন। যে সময়ে তার আসার কথা তার আগেই এসেছিল। ঝেং তাকে অভ্যর্থনা জানালো সে আসার পর। তার তর সইছিল কীনা বলা কঠিন। আর লিন্ডা কথা বলার পর বোঝা গেল, সে ন্যাটিভ নয়। গাড়িতে ওঠার পর ফোনে কারো সাথে কথা বলল স্প্যানিশে। ঝেং এর বন্ধু ডাল্টন পুরো ব্যাপারটা ম্যানেজ করছিল। ঝেং যেহেতু তখনও গাড়ি চালানো রপ্ত করতে ...
বেশ কয়েক মাস ধরে ব্লগস্ফিয়ারে লক্ষ্য করছি যে বুয়েটের শিক্ষার্থীদের মতে, বুয়েটের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, তথা পরীক্ষা পেছানো ও সেশন জট এর যাবতীয়/সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব বুয়েট এর শিক্ষকদের। বুয়েটের শিক্ষক কথাটা অনেকটা আমরা ঢালাও ভাবে মাকড়শা বা বানরকে যেভাবে একটা প্রজাতি হিসেবে বিবেচনা করি, সেভাবে stereotypically ব্যবহৃত হয়। এবং সেই প্রজাতির কাজ হল ক্লাস এ না পড়িয়ে প্র ...
*
আমার অফিস টাইমটা মজার- এখন এই রমজান মাসে সকাল সাড়ে আটটা থেকে তিনটা অথবা সাড়ে নয়টা থেকে চারটা। এক সময় গেলেই হলো-- এমনকি সাড়ে আটটা বা সাড়ে নয়টার মাঝখানে কোনো এক সময় কিংবা একটু আগে বা পরে গেলেও সমস্যা নেই; নির্ধারিত সময়টুকু থাকলেই হয়। আমার যে স্বভাব, প্রতিবারই আগের রাতে ভাবি কাল থেকে সাড়ে আটটায় অফিস করবো; কিন্তু সকালবেলায় মন ঘুমন্ত থাকে! গতকাল সকালেও সাড়ে আটটার অফিস ধরার কথা ছিল, কিন ...
কাঁপছে বাতাস! রোদে পাতো হাত। ছায়ার বুকে হাত রেখে আমি আরো গহীনে যাবো, প্রকাশ্যে তুমিও এসো গহীন বনে... আমাকে কাঁপাও বন্ধু; শুধু কাঁপিও না পুরনো ক্যাকটাস। কুড়িটি আঙুলের তোলপাড় চিরে ছড়িয়ে পড়ো ফায়ারবক্সে আমাকে সারিয়ে তোলো পুরনো অসুখ! পুরনো অসুখ কেনো যে হাসো অবহেলায় বোবা কান্নায়
অপেক্ষা, বাতাসে উড়ো, বাতাসে দাঁড়াও। দশটি আঙুলে আলতা পরাও; আমাকে করো ডিসটার্ব। বাকি দশ আঙুলে অনুভব জমাও। সহ ...