Archive - 2010

বিনির্মাণ

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ০১/০১/২০১০ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুই হাত দশ আঙুল
অতিশয় পতনে উৎসুক
দুদিকে প্রলাপ চলে
স্মৃতির-বর্তমানের
ভবিষ্যৎ-অন্ধকার-আলোর
এই বুঝি দিন চলে গেল
এই বুঝি আসি আসি
প্রস্তর সময় পুনর্বার।
সৃষ্টির আদিতে চলো
জন্তুর উচ্চাঙ্গ স্বরে
প্রাথমিক ভাষ্যের উদ্ভবে-
উড়ালে-পতনে!
বিনির্মাণে ডুবি,চলো
সম্পূর্ণ আদিম
ভাষা শিখি, ভাষা গড়ি
ভাষারে উৎকৃষ্ট করি—
আমাদের দুই হাতে-আমাদের দশ আঙুলে
আমাদের স্মৃতি ভবিষ্যতে!