Archive - জুন 8, 2013

বিশেষ সেমিনার: বাংলাদেশের ইসলামী দলগুলোর শ্রেনীবিন্যাস

ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম এর ছবি
লিখেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম [অতিথি] (তারিখ: শনি, ০৮/০৬/২০১৩ - ৮:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আই সি এস এফ আয়োজিত সেমিনার সিরিজ "পলিটিকাল ইসলাম" এর দ্বিতীয় পরিবেশনা "বাংলাদেশের ইসলামী দলগুলোর তালিকা" অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় ৮ইজুন শনিবার রাত ৯টায়। অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হবে ইউটিউবের মাধ্যমে। এই পোস্টে ভিডিওটি জুড়ে দেয়া হবে অথবা এই লিংকটি থেকেও আপডেট পেতে পারেন।


লেনদেন মোহর

চরম উদাস এর ছবি
লিখেছেন চরম উদাস (তারিখ: শনি, ০৮/০৬/২০১৩ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বড়মামা ক্ষেপে উঠে বললেন, দুই লাখ থেকে চার আনাও বেশী না। তুই কথা না বলে মুখে টেপ মেরে বসে থাক। এমন কোন হালুয়া মেয়ে না যে বিশলাখ টাকা দেনমোহর দিতে হবে।

মামার বলার দরকার ছিলোনা, আমি এমনিতেই মুখে টেপ না হলেও রুমাল মেরে বসে ছিলাম। তবে মেয়ে একটু হালুয়া আছে। গাজরের না হলেও সুজির তো অবশ্যই।

মেয়ের খালা বললেন, মেয়ের বড়বোনের বিয়ে হয়েছে বিশ লাখে। ছোটবোন কি বানের জলে ভেসে আসছে?