প্রেম ...পাকিজা শাড়ির তলায় লুকিয়ে ছিল
আমি তাকে ধরে নিয়ে এলাম বেদনাহত কবুতরের বাচ্চার ডিমে তা দিয়ে
অথবা নার্গিস বন পেঁয়ারার ডালে বসে থাকা ডাবল পেঁয়ারা
মৌটুসী তুমি নেমে এসো জলদি
গভীর অনকূলহীনতা হামাক পিছু ডাকে
অভিমান..স্বপ্নহীনতাকে ঘিরে ধরে নিয়তই চাবকায়
ওগো ঘোড়া তোমার গোলাপী হৃদয় কেবলই দৌড়ায় মাঠ পেরিয়ে দূরের মাঠে
তবু তুমি ক্লান্ত নও...তুমি কি জানো না বেদনায় নীল হয়ে গেছে চীন সাগর
সকালে অফিসে আসার আগে চা খেতে খেতে দশ মিনিট টিভির নিউজলাইনে চোখ বুলাই। ২৪ ঘন্টার মধ্যে টিভি জিনিসটার সাথে এটাই আমার একমাত্র যোগাযোগ।
আজ সকালে চ্যানেল ঘুরাতে গিয়ে এটিএন বাংলায় আটকে গেলাম অচিন এক ভদ্রলোকের গর্জিত ভাষণে। নিউইয়র্কের হিলটন হোটেল থেকে লাইভ সম্প্রচার চলছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের পতাকাযুক্ত টাই পরে সেই ভদ্রলোকের বক্তৃতা গর্জন। সামনে মাইক থাকলেও রাজনৈতিক ভাষণগুলো কেন যেন গলা, কান ও গগন বিদারী হয়। এই ভদ্রলোকের চেহারা দেখে আমাদের পাড়ার খুইল্লা মিয়ার কথা মনে পড়লো। ইলেকশানের আগে তার গলায়ও অসুরের শক্তি ভর করতো।