কবন্ধের এলোমেলো পোঁচে শুভচিহ্ন মুছে যাচ্ছে একে একে,অমাবস্যা আরো গাঢ় হয়ে নামে চরাচরে। কুঠার শানায় ওরা,ঘন ঘন ফুলকি ওড়ে ফলে অন্ধকার অধিক আঁধার বলে মনে হয়,মধ্যযুগ কাফনের মত আপাদমস্তক মুড়ে ফেলে দশদিক।তবুও মানুষ হাটুতে ঠেকিয়ে মুখ বসে থাকে,যেন সে পাথর।