'এভাবে আর ভালো লাগে না'- এমনটাই মনে হল নুরুল সাহেবের, ঘড়িতে তখন সকাল সাড়ে ন'টা, ঠিক করে বললে দু'তিন মিনিট এদিক-ওদিক হবে হয়তো। শরতের স্বচ্ছ আকাশ, নরম উজ্জ্বল আলোয় চারপাশ। ঝরঝরে বাতাসে চারতলার বারান্দায় চুপচাপ বসে থাকতে খুব একটা খারাপ লাগে না, অন্তত ঢাকা শহরে। এটা কি দখিনে বারান্দা?
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
ইহা ছহীহ ভ্রমণব্লগ নহে
বর্ণনা খুঁজিয়া লজ্জা দিবেন না
দেশ ছাড়ার বছর ঘুরতে চললো প্রায়। জানুয়ারি থেকে জানুয়ারি, ২০১৪ টু ১৫। পাক্কা ৩৬৫ দিন। নির্বাসনের একটি বছর।