আমার অর্ধ যুগের বেশি সময় ধরে এই উত্তর ইয়্রোপের দেশে বাস, এখানে পড়তে কিংবা বেড়াতে এলে মানুষের অন্তত একটা কাজ করে, সেটা হল ক্রুজ শিপে করে বাল্টিক সাগরের আশে পাশের দেশ গুলোতে ঢু মারা। সেটা ফিনল্যান্ড থেকে, এস্তোনিয়া কিংবা লাটভিয়া হতে পারে। এই সুইডেন থেকে অনেক দূরের দেশে যাওয়া হয়েছে, কিন্তু কক্ষনো শিপে চড়া হলো না, যেকোন সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে আলোচ্য বিষয় হয়ে ওঠে আমি কেন একবারও নাম মাত্র মূল্যে
প্রিয় পাঠক,
সার্ভার বদলের পর কিছু কনফিগারেশনগত ঝামেলার কারনে সচলায়তনে এক্সেস করা যাচ্ছিলো না। 127.0.0.1 ব্যান করা হয়েছে নামে একটি মেসেজ দেখাচ্ছিলো। সমস্যাটির সমাধাণ করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এধরণের সমস্যা হলে কি করণীয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি।
ধন্যবাদ।