Archive - এপ্র 12, 2017

সময়মতো 'না' বলতে না পারার বিপদ এবং একটি পুরনো হয়ে যাওয়া গল্প

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বুধ, ১২/০৪/২০১৭ - ২:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


মুক্তিযুদ্ধ চলছে, নিচতলার ক্লিনিকটায় কোনো রোগী নেই। ২৯/১ পুরনো পল্টনের এই বাড়ির দোতলায় থাকেন সপরিবারে চক্ষু বিশেষজ্ঞ আব্দুল আলীম চৌধুরী।