আল কায়েদা ভারতীয় উপমহাদেশের প্রধান আসেম ওমারের একটি উর্দু অডিও বার্তা প্রকাশিত হয়েছে। সেখানে আল কায়েদা আঞ্চলিক প্রধান ৬ জন বাংলাদেশি আল কায়েদা সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে।
নদীর নাম তরা, ব্রিজের পাশে ছোট একটা নামফলকে লেখা। ব্রিজটা বেশ উঁচু, অনেক নীচে মাটি দেখা যাচ্ছে। হ্যাঁ মাটিই, পানি না। যত দূর চোখ যায় শুধু ধু ধু বালি চোখে পড়ে। আমি সাঁতার পারিনা, কিন্তু নদী বা সাগর আমাকে কেমন যেন টানে। যে চাকরি করি, তাতে সারা দেশ টো টো করে ঘুরে বেড়াতে হয়।যখন যেখানে যাই, খোঁজ নেই আশেপাশে কোন নদী আছে কিনা। থাকলে একবার হলেও ঘুরে আসি।ব্যাপারটা কেমন যেন নেশার মত হয়ে গেছে।আজ অবশ্য সেরকম