লেখক,ব্লগার ও পদার্থবিজ্ঞানী ড. রাসেল পারভেজ ওরফে ডটু রাসেল ওরফে অপবাক (জন্ম: ১০ এপ্রিল ১৯৭৬ইং - মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি ২০২০) ভাই আমার প্রিয় লেখক ছিলেন । তার সাথে আমার সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল । মতান্তরও ছিল কিন্তু মনান্তর ছিল না । অধ্যাপক ড .আহমদ শরীফের মত তার ছিল সাহস ও জেদি মন । যা চিন্তা করতেন তা প্রকাশে কুন্ঠিত হতেন না । একালে এমন মানুষ সহজে মিলে না । আমি তাকে খুব মিস করছি ।
বাবার চাকুরীর সূত্রে ১৯৭০ সালের জানুয়ারি মাসের কোন একটি দিনে আমরা সপরিবারে ভুরুঙ্গামারি নামক একটি প্রত্যন্ত স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। রংপুর থেকে লালমনিরহাট গামী ট্রেনে এসে তিস্তা নদীর উপরে যে তিস্তা রেলওয়ে সেতু, তার কাছেই তিস্তা নামের একটি অতি অর্বাচীন রেল জংশনে আমরা কুড়িগ্রামগামী ট্রেন ধরার জন্য দুপুরের পর পর এসে পৌঁছালাম। আব্বা বললেন- ঐ তো কুড়িগ্রামের ট্রেনটি প্লাটফর্মেই দাঁড়িয়ে আছে। তা অব