১৯৮১ সালের এইদিনে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের ১নং সেক্টর ও জেড ফোর্স কমান্ডার রাষ্ট্রপতি বীরউত্তম জেনারেল জিয়াকে । এরপর ১ জুন হত্যা করা হয় জিয়ার কথিত খুনি বীরবিক্রম কর্নেল মতিউর রহমান ও বীরউত্তম লেঃ কর্নেল মাহবুবকে । এরপর ২ জুন হত্যা করা চট্টগ্রাম অভ্যুত্থানের কথিত নায়ক মুক্তিযুদ্ধের কিংবদন্তি বীরউত্তম জেনারেল মঞ্জুরকে । এরপর এক প্রহসনমুলক কোর্ট মার্শালে তেরজন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসি দেয়া হয় ।
আমি যেখানে আছি-
-----------------
আমি কিন্তু এখানে এখন নেই,
বরং রয়েছি সুদূর অতীতে,
এই ঘরের কোণেই চুপটি দাঁড়িয়ে আছি,
কিন্তু কাঁপছি বহু আগের শীতে।