![](/files/dresden-1.jpg)
ট্রেনের জানালা অফুরান মাঠ গাছ গম্বুজ
অতি দ্রুত ধাবমান ছবিরং স্বপ্নসবুজ
হাত তুলে সহযাত্রী দেখায় সমবায় ক্ষেত
ট্রাক্টর গরু নবীনধবল। দূর সংকেত………
এইবার বুঝি পৌঁছুবে এই রূপকথা ট্রেন,
দুই চোখ দুই শবরীর মত, দূরে ড্রেসডেন।
( ড্রেসডেন, জ্যোতিরিন্দ্র মৈত্র)
[justify]