Archive - নভ 7, 2021

করোনার দিনগুলিতে হাইকু ৩

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: রবি, ০৭/১১/২০২১ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এগারো

ডেল্টা, ল্যাম্বডা, মিউ
সব করি পার,
হাতে থাকে করোনা।

বারো

উপরে আছেন বুবু,
জ্বলেপুড়ে সংখ্যালঘু;
ভরসা রাখুন নৌকায়।

তেরো

ফখা ইবনে চখা শুধায়,
'ফাহামবাগ, তুমি কুথায়?'
ডিবেটার কহে, 'আব্বা, কেবলই পায়খানা হয়ে যায়।'

চৌদ্দ

আলাল ও দুলাল;
তাদের আম্মা গুলাবী মেম,
কাশিমপুরে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি।

পনের

হবু রাজার গবু মন্ত্রী
নাম তার ওকা;