[justify]বাংলাদেশের ‘বাঙালী’ ভিন্ন অন্য জাতির মানুষদের ব্যাপারে একটু খোঁজ করার চেষ্টা করলাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী তাঁদের সংখ্যা ১,৬৫০,১৫৯ জন (৮২৪,৭৫১ জন পুরুষ ও ৮২৫,৪০৮ জন নারী) । বেসরকারি দাবি অনুযায়ী সংখ্যাটি ৩,০০০,০০০-এর অধিক, কিন্তু এই দাবির সপক্ষে কোন শুমারির সন্ধান পাইনি। ২০২১ সালের গেজেট অনুসারে তাঁদের জাতির সংখ্যা ৫০, যদিও সরকার ‘জাতি’ শব্দটির পরিবর্তে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দবন্ধটি
[i][গত ১৪ই অক্টোবর ২০২২, যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসে ওহাইয়োর রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ শ্যাবোট এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট কংগ্রেসম্যান রো(হিত) খান্না ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যাকে স্বীকৃতি দেয়ার প্রস্তাবনা উত্থাপন করেন। নানা কারণে এই প্রস্তাবনাটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, বিশেষ করে ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্