আমরা কি নিজের চোখে নিজের মুখটা দেখেছি কখনও? দেখিনি। আমরা আমাদের দেখি আয়নায়। চোখ মেললে তুমি দেখবে আমাকে; আমি তোমাকে। তাহলে; আমি আমাকে কীভাবে দেখবো? তুমি তোমাকে? তিনি বললেন।।
পূর্বকথা