আবারও বেশ অনেকদিন পর সচলায়তনে আসা। আপনারা সবাই ভালো আছেন আশা করি। এখানে যাঁদের সঙ্গে কথা হত, তাঁদের মিস করি। সবাই পৃথিবীর কোণে কোণে নানা গুরুত্বপূর্ণ কাজকর্মে নির্ঘাৎ ব্যস্ত থাকেন, এই সচলের কথা কি কারুর মনে পড়ে?
একটা ছবি, এও ডিজিটাল, মোবাইলে আঁকা, ভাবলাম আপনাদের দেখাই।
সচলায়তনে আবার সচল হচ্ছি অনেক বছর পর। মডুদের ধন্যবাদ আমাকে খরচের খাতায় না ফেলার জন্য। অনেক লেখা পেয়ে গেলাম, বিশেষ করে কবিতাগুলো পেয়ে আনন্দে আত্মহারা। ফেসবুক থেকে বাঁচতে আর নিজের মতো করে লিখতে সচলায়তনে ফিরতে পেরে স্বস্তি লাগছে। ২০০৭ এ শুরু করেছিলাম, আজ ২০২৪। অনেকটা সময় পেরিয়ে গেছে। তবু এই সম্পর্ক অটুট আছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে।