বেতারায়তনের সাথে মাহবুব আজাদের সাক্ষাৎকার তিন পর্বের তৃতীয় পর্ব প্রকাশ করা হল। দ্বিতীয় পর্বটিতে একটি প্রশ্নের উত্তর তুলনামূলকভাবে দীর্ঘ হওয়ায় তৃতীয় পর্বটি আগে প্রকাশ করা হল।
মজার ব্যাপার হচ্ছে, এই অংশের শুরুতে হিমু দ্বিতীয় পর্বের দীর্ঘ বক্তব্য শেষে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ইশতি তাকে ডেকে তোলে। আর শেষ প্রশ্নের আগে ইশতি নিজেই হিমুর বকবকানি শুনে ঘুমিয়ে পড়ে। মাহবুব তাকে ডেকে ত...