এই পর্বে একটিই প্রশ্ন করা হয়েছিল। মাত্র একটি।
"এবার প্রকাশনা জগতে আসি। বাংলাদেশের প্রকাশনা জগতকে অনেকে পশ্চাৎপদ বলে অভিহিত করেন। বই প্রকাশ করতে গিয়ে এমন কিছু মুখোমুখি হয়েছেন কি? বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ সম্পর্কে কিছু বলুন আমাদের।"
হিমু রওনা দিল মেল ট্রেনের মত। তাকে থামায় সাধ্যি কার?
হিমু অবশ্য অনেক কিছু আলোচনা করেছে এখানে। লেখক-পাঠকের মধ্যে যোগসুত্রতার অভাব, বই প্রকাশের সম...